বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » কাবুল বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জন

কাবুল বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জন 

আফগানিস্তানে সন্ত্রাসী হামলার সতর্কতা জারির কয়েক ঘণ্টার মধ্যেই কাবুল বিমানবন্দরে বোমা হামলা হয়েছে। বৃহস্পতিবার কাবুল বিমানবন্দর সন্ত্রাসী হামলার ঝুঁকিতে আছে জানিয়ে নিজেদের নাগরিকদের অবিলম্বে ওই এলাকা ছাড়তে নির্দেশনা করে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। এর কয়েক ঘণ্টার মধ্যেই বিস্ফোরণ ঘটে কাবুল বিমান বন্দরে।এতে ১৩ মার্কিন সেনা ও ৭৭ আফগানসহ ৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ১৫৯ জন। হতাহতদের মধ্যে বেসামরিক আফগান নারী ও শিশু রয়েছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বিবৃতিতে আইএস বলেছে, তাদের একজন আত্মঘাতী বোমা হামলাকারী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে থাকা অনুবাদক এবং সহযোগীদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়েছে। এর আগে এই ঘটনার জন্য মার্কিন কর্তৃপক্ষও আইএসকে দায়ী করেছে।২০১১ সালের পর আফগানিস্তানে এক ঘটনায় সর্বোচ্চ মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটল বৃহস্পতিবার। ওই বছর আগস্টে আফগানিস্তানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩০ জন মার্কিন সেনা নিহত হয়েছিলেন।বৃহস্পতিবার সন্ধ্যায় হামিদ কারজাই বিমানবন্দরে অ্যাবি গেইটে প্রথম বিস্ফোরণ হয়। আরেকটি বিস্ফোরণ ঘটে বিমানবদরের বাইরের একটি হোটেলের কাছে। এতে বিদেশি সেনা ও শিশুসহ হতাহত হয় অনেকেই। হতাহতের এই সংখ্যা বাড়ার শঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।খবর : রয়টার্স।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone