কাবুল বিমানবন্দরে হামলাকারীদের জো বাইডেনের হুঁশিয়ারি
কাবুল বিমানবন্দরে বোমা হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, হামলাকারীদের এর চরম মূল্য দিতে হবে। বাইডেন বলেন, “একটি বিষয় সাফ জানাতে চাই, যারাই এই হামলা চালিয়েছে বা যারা আমেরিকানদের ক্ষতি চায় তাদের কোন ক্ষমা নেই। আমরা এই হামলা ভুলবো না। জড়িতদের খুঁজে বের করে তাদের সমুচিত জবাব দেয়া হবে। আমার নেতৃত্বে আমিকানদের কোন ক্ষতি হবে না”।বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ এই বিস্ফোরণে ১৩ মার্কিন সেনাসহ অন্তত ৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫৯ জনের বেশি। হতাহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক আফগান নারী ও শিশু রয়েছে।