৭ সেপ্টেম্বর থেকে গণটিকার দ্বিতীয় ডোজ
আগামী ১০ দিনের মধ্যে দেশে আসছে ফাইজার ও সিনোফার্মের এক কোটি ১০ লাখ ডোজ টিকা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম। এছাড়া গেলো ৭ আগস্ট গণটিকার বিশেষ ক্যাম্পেইনে প্রথম ডোজ গ্রহণকারীদের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে ৭ সেপ্টেম্বর বলেও তিনি জানান।বুধবার কেন্দ্রীয় ঔষধাগার মিলনায়তনে করোনাভাইরাস মোকাবিলায় প্রবাসী বাংলাদেশের উপহার হিসেবে প্রাপ্ত ভেন্টিলেটর বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।গেলো ৭ আগস্ট বিশেষ ক্যাম্পেইনে শুধু এনআইডি নিয়ে কেন্দ্রে গেলেই টিকা দেয় সরকার।এতে সারা দেশে এক দিনেই টিকা পান প্রায় ৩০ লাখের বেশি মানুষ। মডার্না ও ফাইজারের টিকার দ্বিতীয় ডোজ হাতে রেখেই দেয়া হয়েছে প্রথম ডোজ। কিন্তু সিনোফার্মের ক্ষেত্রে দ্বিতীয় ডোজ না রেখেই দেয়া হয় প্রথমবার। এই মুহূর্তে সব মিলিয়ে দেশে মজুত আছে ৫০ লাখেরও কম টিকা।