ইয়েমেনে জোট বাহিনীর ঘাঁটিতে হুতি হামলায় ৩০ জন নিহত
ইয়েমেনের লাজ প্রদেশে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর একটি ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ৩০ সেনা সদস্য নিহত এবং ৬০ জন আহত হয়েছেন।হুতিরা সশস্ত্র ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ঘাঁটিটিতে কয়েক দফা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন সরকারি বাহিনীর দক্ষিণাঞ্চলীয় মুখপাত্র মোহাম্মদ আল-নকীব।নকীব জানান, হামলায় ৩০ থেকে ৪০ জন সেনা সদস্য নিহত হয়েছেন এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা ঘটনাস্থল পরিষ্কার করতে থাকায় আরও মৃতের সন্ধান পাওয়া যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এই বাহিনীগুলো সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর অংশ। হতাহতদের মধ্যে বেসামরিক কেউ আছেন কিনা তা জানা যায়নি। খবর : রয়টার্স।