মেসির অভিষেক ম্যাচে পিএসজির জয়
লিওনেল মেসির অভিষেকের ম্যাচে জয় তুলে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিলিয়ান এমবাপের জোড়া গোলে রেইমসকে ২-০ হারিয়েছে পিএসজি। ৬৬ মিনিটে নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। দুপক্ষের সমর্থকই অভিনন্দন জানান, আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে। গোলের দেখা না পেলেও, মেসির উপস্থিতি মাঠে আত্মবিশ্বাস এনে দেয় পিএসজি খেলোয়াড়দের। রোববার (৩০ আগস্ট) আগস্টো-দিলুন সেকেন্ড স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রস থেকে পিএসজিকে এগিয়ে দেন এমবাপে। ৬৩ মিনিটে আচরাফ হাকিমির পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন এ ফ্রেঞ্চ ফরোয়ার্ড। এ নিয়ে টানা চতুর্থ জয় পিএসজির।
Posted in: খেলা