কিরগিজস্তানে ভালোভাবে মানিয়ে নিয়েছে ফুটবলাররা
কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী সেপ্টেম্বরে প্যালেস্টাইন, কিরগিজস্তান এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মধ্যে এই ‘থ্রী নেশন্স কাপ’ অনুষ্ঠিত হবে।ত্রিদেশীয় টুর্নামেন্টকে সামনে রেখে রোববার (২৯ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত স্পোর্টস সিটি ফিল্ডে অনুশীলন সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা।অনুশীলনের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমী।নওমী জানায়, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা সুস্থ আছেন। আজ রোববার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে ইংল্যান্ড থেকে গোলকিপার কোচ লেস ক্লেভারলি যোগ দিয়েছেন।এছাড়া দুই প্রবাসী খেলোয়াড় নায়েব মোঃ তাহমিদ ইসলাম ও মোঃ রাহবার ওয়াহেদ খান যথাক্রমে ফ্রান্স ও কানাডা থেকে মধ্যরাতে যোগদান করার কথা রয়েছে।