একদিনে ৪ লাখ ৬ হাজার জন করোনার ভ্যাকসিন নিয়েছে
করোনাভাইরাসের ভ্যাকসিন কর্মসূচির আওতায় একদিনে ভ্যাকসিন নিলেন ৪ লাখ ৬ হাজার জন।এরমধ্যে প্রথম ডোজ নিয়েছে ২ লাখ ৭২৪ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছে ২ লাখ ৫ হাজার ৩০০ জন।এতে বলা হয়, শুরুর পর থেকে দেশে এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৫ হাজার ২১১ ডোজ। এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৮৯ হাজার ৭৪২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮০ লাখ ৪৫ হাজার ৪৬৯ জন।শুধু মঙ্গলবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ৩৩ হাজার ৮৭৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ হাজার ৪১২ জন। ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭১১ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৮৩ জনকে।সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৩৫২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৭০ জন। মডার্নার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ হাজার ৭৮৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮৩ হাজার ৭৩৫ জনকে।