সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন গতি তারকা ডেল স্টেইন
দুই দশকের সমৃদ্ধ ক্যারিয়ার নিয়ে অবসরে চলে গেলেন ডেল উইলিয়াম স্টেইন। সাউথ আফ্রিকার এ পেসার মঙ্গলবার সবধরনের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন।বয়স ৩৮ পেরিয়ে গেছে, চোটের সাথে সখ্যতা কয়েকবছর ধরেই। চোটের কারণে খেলার মধ্যে আসা-যাওয়ার যাত্রী ছিলেন। অবশেষে বলে দিলেন, এটাই শেষ। বিদায়বেলায় লিখেছেন, ‘আরেকটু মধুর হতে পারত, কিন্তু অসাধারণ।’‘দীর্ঘ ২০ বছরের অনুশীলন, ম্যাচ, ভ্রমণ, জয়-পরাজয়, ক্লান্ত পা, জেটলেগ, আনন্দ এবং ভ্রাতৃত্ব। সবশেষে অসংখ্য স্মৃতি। আর ধন্যবাদ জানানোর মতো অসংখ্য চেনামুখ।’‘আজ আমি আনুষ্ঠানিকভাবে খেলাটা থেকে বিদায় নিচ্ছি। আরেকটু মধুর হতে পারত, কিন্তু অসাধারণ।’ টুইটারে এভাবেই বিদায় মুহূর্তের কথামালা লিখেছেন গতির ঝড় তুলতে পারা স্টেইনগান খ্যাত প্রোটিয়া তারকা।‘সবাইকে ধন্যবাদ। পরিবার থেকে শুরু করে সতীর্থরা, সাংবাদিক ও অনুরাগীরা। একত্রে এটা অসাধারণ একটা যাত্রা ছিল।’সাউথ আফ্রিকার হয়ে ২০০৪ সালে টেস্ট ক্রিকেটের মাধ্যমে পথচলা শুরু। সাদা পোশাকে ডানহাতি পেসার শেষ ম্যাচটি খেলে ফেলেন ২০১৯ সালে। এই ফরম্যাটে ৯৩ ম্যাচে ৪১৯ উইকেট তার নামের পাশে। ইনিংসে সেরা ৫১ রানে ৭ উইকেট। দুই ইনিংস মিলিয়ে এক টেস্টে সেরা ৬০ রানে ১১ উইকেট। ইনিংসে ২৬বার ৫ উইকেট ও ম্যাচে ৫বার দশ উইকেট নিয়েছেন। ওয়ানডে খেলেছেন ১২৫টি, উইকেট ১৯৬টি। সেরা ৩৯ রানে ৬ উইকেট। ৪৭ টি-টুয়েন্টিতে উইকেটসংখ্যা ৬৪। ছোট ফরম্যাটেই শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন, ২০২০ সালের ফেব্রুয়ারিতে।