পূবালীর চেয়ারম্যানসহ ৮ পরিচালক অবৈধ
এইদেশ এইসময়, ঢাকা : পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ ৮ পরিচালকের পদকে অবৈধ ঘোষণার রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর আগে হাইকোর্ট এই ৮ পরিচালকের ব্যাপারে একই সিদ্ধান্ত দিয়েছিলেন। অর্থাৎ হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখলো আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো.মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
আদালতে ব্যাংকের পরিচালকদের পক্ষে শুনানি করেন সালাউদ্দিন আহমেদ ও ব্যারিস্টার আখতার ইমাম।
পূবালী ব্যাংকের ৭ শতাংশ শেয়ারহোল্ডার ধারণকারী শফি আহমেদ চৌধুরীর পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এ বিষয়ে ব্যারিস্টার আখতার ইমাম সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আমাদের করা আবেদন আপিল বিভাগ চলমান রাখেননি।’
অপর আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব বলেন, ‘আপিল বিভাগ স্থগিতাদেশ না দেয়ায় হাইকোর্টের রায়ই বহাল রয়ে গেল।’
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি নিয়ম অনুযায়ী দুই শতাংশ শেয়ার না থাকায় পূবালী ব্যাংকের
চেয়ারম্যানসহ ৮ পরিচালকের পদকে অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্টের একটি একক বেঞ্চ।
পরদিন ২৬ ফেব্রুয়ারি ব্যাংকের পরিচালকদের আবেদনে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের রায় স্থগিত করে আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। রোববার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। সোমবার এ বিষয়ে আদেশ দেন আপিল বিভাগ।
আখতার ইমাম সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্ট চেয়ারম্যানসহ ৮ পরিচালকের পদ শূণ্য করে রায় দিয়েছেন। এখন তারা আর পদে নেই।’
সাকিব মাহবুব আরো বলেন, ‘২০৩ সালের ১৪ আগস্ট পূবালী ব্যাংকের নির্বাচন কমিশন এই আট পরিচালককে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে। এরপর তারা ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে। এরপর ২০ আগস্ট হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে দেন।