সামাজিক দূরত্ব মেনে স্কুলে ফিরল ফ্রান্সের শিশুরা
স্কুলে ফিরল ফ্রান্সের শিশুরা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নতুন শিক্ষাবর্ষ শুরু করেছে তারা। এদিন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্কুলে উপস্থিত হয় বাচ্চারা। তাদের প্রত্যেকের মুখে ছিল মাস্ক। প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর মার্শেইয়ের একটি স্কুল পরিদর্শন করেছেনে। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাগত জানান তিনি। সবাই ছিলেন মাস্ক পরিহিত। ইতোমধ্যে তা বাধ্যতামূলক করেছে ম্যাক্রোঁ সরকার।পাশাপাশি শিশুদের ঘনঘন হাত ধোয়া এবং নিয়মিত শ্রেণিকক্ষ পরিষ্কারের নির্দেশ দেয়া হয়েছে। তাদের জন্য ভ্যাকসিনেরও ব্যবস্থা করা হচ্ছে। এজন্য বয়স হতে হবে ন্যূনতম ১২ বছর। সম্প্রতি ফ্রান্সে তুলনামূলকভাবে করোনা সংক্রমণের হার কমেছে। ফলে শিশুদের স্কুল খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।