দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশ দেন। তিনি বলেন, স্কুলের শিক্ষার্থীদের টিকার আওতায় আনার প্রক্রিয়াও চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে এ ব্যাপারে উদ্যোগ নেয়া হবে। যার জন্য কিছু ফাইজার টিকা ইতোমধ্যে এসে পৌঁছেছে, আরও পৌঁছাবে। অন্যান্য টিকাও আসছে। শেখ হাসিনা বলেন, শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্য যারা কর্মরত এবং তাদের পরিবারের সদস্যদের যেন টিকা দেওয়া হয় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।টিকা প্রাপ্তি নিশ্চিতে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান। কোভিড পরবর্তী সময়ে স্বাস্থ্য সতকর্তা মেনে চলতে বলেন তিনি। বলেন, টিকার কোনো সমস্যা নেই। যেখান থেকে যতভাবে হোক আমরা টিকা নিয়ে আসছি। খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেয়ার জন্য ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। টিকাদানের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।