১৩ সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজ খোলা : স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মেডিকেল কলেজ খোলার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।তিনি বলেন, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ পর্যায়ে প্রাথমিকভাবে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, একবারে সব খোলা হবে না। পরিস্থিতি দেখে পর্যায়ক্রমে দেশের সকল বর্ষের ক্লাস খুলে দেওয়া হবে। সবকিছু পর্যবেক্ষণ করা হবে। কোনো সংকট দেখা দিলে তাৎক্ষণিক যেন ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা রাখা হচ্ছে।