বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ক্যাপ্টেন নওশাদ

বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ক্যাপ্টেন নওশাদ 

রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের মরদেহ।বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।এর আগে কুর্মিটোলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদর দফতর বলাকায় তার জানাজা পড়ানো হয়। ক্যাপ্টেন আব্দুল মাজিদ বলেন, আজ বিকেল ৩টায় বনানী কবরস্থানে তার দ্বিতীয় জানাজা হয়েছে। জানাজা শেষে তার মায়ের কবরের পাশে সমাহিত করা হয়।তার জানাযায় অংশ নেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা, কর্মচারীসহ তার নিকটাত্মীয়। এতে ইমামতি করেন বলাকা মসজিদের ইমাম মুফতি মাওলানা কাইয়ুম।এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে তার মরদেহ ভারতের নাগপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-০২৬) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।নওশাদের মরদেহ বিমান থেকে নামানোর পর পর্যটন প্রতিমন্ত্রী ছাড়াও শ্রদ্ধা জানান সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুল ইসলাম, বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone