বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড গড়ে পর্তুগালকে জেতালেন ক্রিস্তিয়ানো রোনালদো

সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড গড়ে পর্তুগালকে জেতালেন ক্রিস্তিয়ানো রোনালদো 

৩৬ বছর বয়সেও আলোচনার বিষয় উপহারে ঘাটতি নেই ক্রিস্তিয়ানো রোনালদোর। ম্যানচেস্টারে পাড়ি জমানোর রেশ না কাটতেই জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন। ফিরেই নাম তুলেছেন রেকর্ড বুকে। নাটকীয় ম্যাচে আয়ারল্যান্ডেকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। আয়ারল্যান্ডের বিপক্ষে কাঙ্খিত গোল করে জাতীয় দলের জার্সিতে বিশ্বরেকর্ড পূরণ করতে অপেক্ষা করতে হয়েছে ৮৯ মিনিট পর্যন্ত।রোনালদোর সৌভাগ্যের রাতে, দুর্ভাগ্য আইরিশদের। প্রথমার্ধে জন ইগান এগিয়ে দেন আয়ারল্যান্ডকে। অতিথিরা উৎসবে ভাসছিলো। আর তাদের উল্লাসের আরও একটি কারণ ছিলো রোনালদোকে গোল বঞ্চিত করা। গোলরক্ষক গ্যাভিন বাজুনু ফিরিয়ে দেন সি আর সেভেনের শট। তবে শেষ পর্যন্ত রাতটা রোনালদোর, সঙ্গে পর্তুগালের জয়োৎসবের। অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে জয়সূচক গোলটিও করেন রোনালদো। দুটি গোলেই মাথা ছুঁইয়েছেন তিনি।ইরানের আলী দাইয়ের পাশে থেকে নেমেছিলেন। দু গোলে পেছনে ফেললেন তাকে। মোক্তার দাহারি, পুসকাস বা গডফ্রে চিতালুও অনেক পেছনে। এমনকি এ প্রজন্মের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও ৭৬ গোল নিয়ে অনেক দূরে। ২০০৩ সালে যখন পুসকাসের রেকর্ড ভাঙ্গেন আলী দাই, সেবছরই অভিষেক রোনালদোর। পর্তুগিজ তারকার ১১১ গোলের সবচেয়ে বেশি ৩৩টি এসেছে বিশ্বকাপ বাছাইয়ে। ৩১টি ইউরো বাছাইয়ে। ইউরোতে ১৪, বিশ্বকাপে ৭ গোল।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone