বিশ্বকাপ বাছাই পর্বে আগামীকাল সকালে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা
আগামীকাল সকাল ৬টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এক ঘণ্টা পর চিলির আতিথ্য নেবে ব্রাজিল। তবে ম্যাচকে ছাপিয়ে আলোচনায় ইউরোপের বিধিনিষেধের কারণে ব্রাজিলের শীর্ষ এগার ফুটবলারকে না পাওয়ার খবর। কোপা আমেরিকা জয়ের রেশ এখনও কাটেনি। কাটেনি ইউরোপিয়ান দলবদলে লিওনেল মেসির পিএসজি অধ্যায়ের রেশ। জাতীয় দলের ব্যস্ততা ঝেড়ে, মাঝে যে সময়টুকু পেয়েছিলেন এলএমটেন, তা কেটেছে বার্সেলোনা টু প্যারিস জার্নিতে। নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেলে নিজ দেশে ফিরেছেন লিও। দলের সাথে অনুশীলনও সেরেছেন।ভেনেজুয়েলার বিপক্ষে স্বাভাবিকভাবেই স্পটলাইট মেসির ওপর। পিএসজিতে ৩০ নম্বর জার্সি পরে খেললেও জাতীয় দলে ১০ নম্বর নিয়েই ফিরছেন সুপারস্টার।আলোচনায় ইংল্যান্ড থেকে আসা ফুটবলাররা। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজসহ বুয়েন্দিয়া, ক্রিস্তিয়ান রোমেরো, জিওভানি লো সেলসোদের আটকে রাখতে পারেনি ইংলিশ ক্লাবগুলো।২০১৯ কোপা আমেরিকার পর দেখা হয়নি ভেনেজুয়েলা-আর্জেন্টিনার। ভেন্যু নিয়ে আলবিসেলেস্তে কোচের চিন্তা থাকলেও মেসিকে পাওয়া স্বস্তি লিওনেল স্কালোনির।তাইতো আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেন, আশা করছি আমরা তিন ম্যাচেই মেসিকে পাব। আমরা প্রথমটি নিয়ে এখন ভাবতে চাই। সবচেয়ে বড় কথা সে ইনজুরি মুক্ত আছে।বাছাইয়ের ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আর্জেন্টিনা। ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ব্রাজিল। সেলেসাওদের সামনে বাছাই পর্বে টানা সপ্তম জয়ের হাতছানি। তবে, দল নিয়ে এত দুশ্চিন্তা আগের ছয় ম্যাচে ছিলো না কোচ তিতের।স্কোয়াডের ৩৪ ফুটবলারের মধ্যে ১১ জনকেই পাচ্ছেন না ব্রাজিল কোচ। ইংলিশ লিগের ফুটবলারদের পাবেন না আগেই জানা ছিল। তবু চেষ্টা করেছেন গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, থিয়েগো সিলভাদের ফেরাতে। কিন্তু হয়নি। শেষ মুহূর্তে ম্যালকম ও ক্লদিনহোকে আটকেছে রাশান ক্লাব জেনিথ সেন্ট পিটার্সবাগ। তিতে অবশ্য রক্ষা পাচ্ছেন কদিন আগে নতুন করে ৯ জনকে দলভুক্ত করে।
নেইমার ফিরেছেন প্যারিস থেকে। কোপা আমেরিকা ফাইনাল হারের ক্ষত ভুলে বাছাইয়ে আধিপত্য ধরে রাখায় মনোযোগ ব্রাজিলের। প্রতিপক্ষ চিলি ৬ ম্যাচে এখন পর্যন্ত শুধু এক জয় পেয়েছে।