বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ১৬১টি ইউনিয়ন পরিষদ এবং ৯টি পৌরসভায় ভোট ২০ সেপ্টেম্বর,কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন ৭ অক্টোবর

১৬১টি ইউনিয়ন পরিষদ এবং ৯টি পৌরসভায় ভোট ২০ সেপ্টেম্বর,কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন ৭ অক্টোবর 

স্থগিতকৃত ১৬৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে ১৬১টি এবং ৯টি পৌরসভায় ভোট ২০ সেপ্টেম্বর। এছাড়া কুমিল্লা-৭ শূন্য আসনের উপনির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে। ভোট গ্রহণ করা হবে ৭ অক্টোবর।বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সভা শেষে কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার ভোটের তারিখ ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশনের সভা অনুষ্ঠিত হয়।সভায় স্থগিত নির্বাচন ও জাতীয় সংসদের শূন্য আসনের নির্বাচন নিয়ে আলোচনা হয়। সভা শেষে ভোটের তারিখ ঘোষণা করা হয়। ১১টি ইউপি ও ৯ পৌরসভায় ভোট হবে ইভিএমে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone