বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু ৪ সেপ্টেম্বর
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যে বিমান চলাচল । বৃহস্পতিবার দুপুরে বিমান ভবনে এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, আগামী ৪ সেপ্টেম্বর থেকে ফ্লাইট শুরু করা সম্ভব হবে। যদিও এর আগে দু’ দফায় এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশের সঙ্গে ভারতের বিমান চলাচলের তারিখ পেছানো হয়।ভারতে করোনা প্রভাব বেড়ে গেলে আকাশ ও স্থল পথের সকল যোগাযোগ বন্ধ রাখা হয়। দেয়া হয় সকল ধরণের ভ্রমণ নিষেধাজ্ঞা। পরে করোনা সংক্রমন কিছুটা কমে গেলে শুধুমাত্র ভ্রমণ ভিসা ছাড়া অন্যান্য ভিসা চালু করে ভারতীয় হাইকমিশন।পরে ভারতের সঙ্গে পুনরায় ফ্লাইট চালু করতে এয়ার বাবল চুক্তি করে দুই দেশ। এ চুক্তির আওতায় কয়েক দফায় ফ্লাইট শুরুর সিদ্ধান্ত নিয়েও নানা জটিলতায় আটকে যায়। ৪ সেপ্টেম্বর থেকে নতুন করে ফ্লাইট শুরু করার বিষয়ে আশা প্রকাশ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।