বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » আজ তালেবান নতুন সরকারের ঘোষণা দিতে পারে

আজ তালেবান নতুন সরকারের ঘোষণা দিতে পারে 

তালেবান আজ সরকার গঠনের ঘোষণা দিতে পারে। নতুন সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন শীর্ষ তালেবান নেতা মোল্লাহ বারাদার।তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব ছাড়াও মন্ত্রিসভায় থাকছেন শের মোহাম্মদ আব্বাস স্তানেকজাই। আফগানিস্তানে মানবিক বিপর্যয় রোধে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে জাতিসংঘ।এরইমধ্যে আফগানিস্তানের উত্তরের শহর মাজার-ই-শরিফে পৌঁছেছে ত্রাণবাহী তিনটি বিমান। এদিকে, তালেবানের শাসনে নারী অধিকার খর্ব হতে যাচ্ছে এমন আশঙ্কায় হেরাতে বিক্ষোভ করেছে বেশ কয়েকজন নারী। যদিও নারীর শিক্ষা ও চাকরি নিয়ে আপত্তি নেই বলে জানিয়েছে তালেবান।শুক্রবার জুমার নামাজের পর আফগানিস্তানের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার ঘোষণা আসতে পারে। একই ইঙ্গিত দিয়ে তালেবানের জ্যেষ্ঠ নেতা আহমাদুল্লাহ মুত্তাকি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, রাজধানী কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদে জমকালো অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।এদিকে সরকার গঠনের আগেই চার মন্ত্রীর নাম ঘোষণা করে তালেবান। তাঁরা হলেন, অর্থমন্ত্রী গুল আগা, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সদর ইব্রাহিম, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা আবদুল কাইয়ুম জাকির ও ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি। খবর :  এএফপি ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone