সাভারে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত, ৪ পুলিশ আহত
নিজস্ব প্রতিবেদক : সাভারে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন একজন। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছে চার পুলিশ সদস্য। নিহত ব্যক্তিকে ডাকাত বলে দাবি করেছে পুলিশ। তবে তার পরিচয় কিংবা সে কোনো মামলার আসামি কি-না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সোমবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন সংলগ্ন পুলিশ টাউনের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি চাপাতি, একটি বোমা ও বিস্ফোরিত বোমার বেশকিছু আলামত জব্দ করেছে।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল এইদেশ এই সময়কে জানান, ডাকাতির রোধে মহাসড়কে টহল দেবার সময় একদল ‘ডাকাত’ পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে।পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক ‘ডাকাত’গুরুতর আহত হয়। তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
তবে কথিত ডাকাতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
এ ঘটনায় সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামসহ চার পুলিশ আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
তবে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এসআই রফিকুল ইসলামের কক্ষে প্রবেশে গণমাধ্যম কর্মীদের বাধা দেয় পুলিশ।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, হাসপাতালে ভর্তি হওয়ার মতো আহত হননি ওই পুলিশ কর্মকর্তা।