পানশি উপত্যকার নিয়ন্ত্রণের দাবি তালেবানের
আফগানিস্তানের পানশির উপত্যকার নিয়ন্ত্রণের দাবি করেছে তালেবান। বিদ্রোহী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট-এনআরএফ বলছে তালেবানদের পিছু হটতে বাধ্য করা হয়েছে।গত ১৫ আগস্ট তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর ৫০ মাইল উত্তরের পানশির-এ এনআরএফ গড়ে তোলা হয়। স্থানীয় নেতা আহমেদ মাসুদের নেতৃত্বাধীন মিলিশিয়াদের সঙ্গে আফগান সামরিক বাহিনীর কমান্ডারদের একাংশ মিলে এই ফ্রন্ট গঠন করা হয়েছিলো। শুক্রবার পানশির উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে তালেবান।তালেবানের তিনটি সূত্র থেকে পানশির উপত্যকা দখলের দাবি করা হলেও এ বিষয়ে এখনও নিশ্চিত হতে পারে নি কোনও আন্তর্জাতিক গণমাধ্যম। তালেবানের জয়ের দাবি অস্বীকার করে এক ভিডিও বার্তায় এনআরএফ-এর মুখপাত্র আলী নাজারি বলেছেন, প্রকৃতপক্ষে তালেবানকে পিছু হটিয়ে দেওয়া হয়েছে।পানশিরের প্রতিটি প্রবেশপথের নিয়ন্ত্রণই তাদের হাতে রয়েছে। উল্টো তালেবানের কয়েকশ যোদ্ধা মারা পড়েছে বলে দাবি করেছেন বিরোধী যোদ্ধাদের অন্যতম নেতা সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর ছেলে এবাদুল্লাহ সালেহ।