বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » আইপিএল থেকে সরে দাঁড়ালেন তিন ইংলিশ ক্রিকেটার

আইপিএল থেকে সরে দাঁড়ালেন তিন ইংলিশ ক্রিকেটার 

205352pjimage

অনেক কাঠখড় পুড়িয়ে সংযুক্ত আরব আমিরাতে স্থগিত আইপিএলের বাকি অংশ আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু বিভিন্ন দেশের ক্রিকেটাররা আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো ইংল্যান্ডের তিন ক্রিকেটারের নাম। তারা হলেন ডেভিড মালান, জনি বেয়ারস্টো এবং ক্রিস ওকস। আজ শনিবার ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো তথ্যটি নিশ্চিত করেছে।

গত মে মাসে ভারতে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়া মাঝপথে স্থগিত হয়ে যায় আইপিএল। নতুন সূচিতে ১৯ সেপ্টেম্বর থেকে পুনরায় শুরু হবে খেলা। অনুষ্ঠিত হবে ৩১টি ম্যাচ। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের এক নম্বর ব্যাটসম্যান ডেভিড মালান এ বছরই আইপিএলে প্রথমবার খেলেছেন। পাঞ্জাব কিংসের হয়ে একটি ম্যাচ খেলে করেছিলেন ২৬ রান। তার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রামকে দলে নিয়েছে পাঞ্জাব।

এবারের আইপিএলে জনি বেয়ারস্টো খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। আর দিল্লি ক্যাপিটালসে খেলছেন ক্রিস ওকস। তবে এই দুজনের বদলি হিসেবে নতুন কারো নাম ঘোষণা করেনি ফ্র্যাঞ্চাইজি দুটি। এবারের আসরের প্রথম অংশে দারুণ ফর্মে ছিলেন বেয়ারস্টো। ৭ ম্যাচে ২ ফিফটিতে  ৪১.৫২ গড়ে করেছেন ২৪৮ রান। স্ট্রাইক রেট ১৪১.৭১। অন্যদিকে অলরাউন্ডার ক্রিস ওকস দিল্লির হয়ে ৩ ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone