বিএনসিসির প্রশিক্ষণ একাডেমিতে ‘আমিই বঙ্গবন্ধু’ শীর্ষক অনুষ্ঠান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনীর ওপর বিএনসিসি ক্যাডেটদের নির্মিত ‘আমিই বঙ্গবন্ধু’ বঙ্গবন্ধু রূপে বঙ্গবন্ধুকে জানো শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ রবিবার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সদর দপ্তর রমনা রেজিমেন্টের আওতাধীন ৩ বিএনসিসি ব্যাটালিয়নের তত্ত্বাবধানে বিএনসিসি প্রশিক্ষণ একাডেমি, বাইপাইল, সাভার, ঢাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল রাহাত নেওয়াজ এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে রমনা রেজিমেন্টের ক্যাডেটদের সমন্বয়ে গঠিত চৌকস ক্যাডেট দল সচিবকে গার্ড অব অনার প্রদান করেন। পরে প্রধান অতিথি বিএনসিসি ক্যাডেটদের নির্মিত ‘আমিই বঙ্গবন্ধু’ টানেল পরিদর্শন করেন এবং অনুষ্ঠানের সঙ্গে জড়িত বিএনসিসির সকল সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।