ইনজুরি কাটিয়ে মাঠে নেমেই গোল করলেন ইব্রাহিমোভিচ
চার মাস পর মাঠে নেমেই গোল করলেন ৩৯ বছর বয়সী সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। ইতালিয়ান সিরি’আ লিগে ল্যাজিওর বিপক্ষে ম্যাচে ২-০ গোলে জয় পায় এসি মিলান। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ইব্রা।
ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধে রাফায়েল লেয়াওয়ের গোলে ১-০ তে এগি যায় এসি মিলান। বিরতির পরও ম্যাচের আধিপত্য ধরে রাখে মিলান। ম্যাচের ৬৭তম মিনিটে অ্যান্টি রেবিচের দুর্দান্ত পাস থেকে গোল করেন ইব্রাহিমোভিচ। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে মিলান।
এই জয়ের ফলে ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট অর্জন করেছে এসি মিলান। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় মিলানের সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রোমা। নাপোলি রয়েছে রয়েছে তৃতীয় স্থানে।