শ্রীলঙ্কার সামনে আজ উজ্জীবিত আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে অভিষিক্ত আফগানিস্তান সোমবার মাঠে নামছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এ আসরে টানা দুই জয় নিয়ে ফর্মের তুঙ্গে থাকা লঙ্কানদের বিরুদ্ধে লড়বে ইতোমধ্যে ‘অঘটন’ ঘটানো আফগানরা।
সোমবার বেলা ২টায় ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে।
এশিয়া কাপের এ আসরে শক্তিশালী পাকিস্তান আর ভারতকে ইতোমধ্যে হারিয়ে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে শ্রীলঙ্কা। লঙ্কান সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা দুর্দান্ত ফর্মে রয়েছেন।
অন্যদিকে, এশিয়া কাপে নবাগত আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছিল। আর স্বাগতিক বাংলাদেশকে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারিয়ে দিয়ে ‘অঘটন’ ঘটিয়েছে তারা।
শ্রীলঙ্কা (সম্ভাব্য)
কুশল পেরেরা, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), চতুরঙ্গ ডি সিলভা, থিসারা পেরেরা, অজন্তা মেন্ডিস, ধাম্মিকা প্রাসাদ, আশান প্রিয়াঞ্জন, সাচিত্রা সেনানায়েক, লাসিথ মালিঙ্গা ও সুরাঙ্গা লাকমল।
আফগানিস্তান (সম্ভাব্য)
মোহাম্মদ নবী (অধিনায়ক), আসগর স্তানিকজাই, দৌলত জাদরান, ফজল নিয়াজি, হামিদ হাসান, হামজা হোতাক, করিম সাদিক, মিরওয়াইজ আশরাফ, মোহাম্মাদ শাহজাদ,নজিবুল্লাহ জাদরান, নওরজ মঙ্গল, নুর আলি জাদরান, রহমত শাহ, সামিউল্লাহ শেনোয়ারি ও শাপুর জাদরান।