মেসিকে ছাড়াও বার্সেলোনা ভালো দল: বায়ার্ন কোচ
ক্লাব ফুটবলে ইউরোপের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়ন্স লিগ। আজ রাতে শুরু হচ্ছে সেই আসর। প্রথম দিনেই বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ মুখোমুখি। দুদলের শেষবারের লড়াইয়ে বার্সাকে ৮-২ গোলে বিধ্বস্ত করেছিল বায়ার্ন। সেই ম্যাচে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি খেললেও এবার তিনি নেই। বার্সার মাঠে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
দলের সেরা তারকা মেসিকে হারিয়ে শক্তি অনেকটাই কমেছে বার্সার। তবে এমনটি মনে করছেন না বায়ার্ন মিউনিখ কোচ জুলিয়ান নিগেলসমান। তিনি বলেন, ‘মেসির মতো অসাধারণ কাউকে আর পায়নি বার্সা। তবে তাদের অন্য খেলোয়াড় আছে যারা ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। আমরা সবকিছুর জন্য প্রস্তুত। আমি মনে করি, বার্সা এখনো ভালো দল।’
বার্সা কোচ রোনাল্ড কোম্যানও দিয়ে রাখলেন প্রচ্ছন্ন হুমকি, ‘বছরখানেকের বেশি হয়ে গেছে আর অনেকেই ভুগেছে সেই ম্যাচে। আমাদের এখন ভালো একটা দল আছে, যারা ভোগাতে পারে বায়ার্নকে। নিজেদের চেনা খেলাটা খেলেই প্রতিপক্ষকে কঠিন সময় দিতে পারি আমরা।