‘তুমিহীনা’ মৌসুমী
বিনোদন ডেস্ক : মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘কাঁটাতার’ ছবিতে গাইলেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। গানটির শিরোনাম ‘কী যে শূন্য শূন্য লাগে তুমিহীনা…’। গানটির কথা লিখেছেন জাহিদ আকবর। সুর-সঙ্গীত পরিচালনা করেছেন আরফিন রুমি।
গান গাওয়ার পাশাপাশি ‘কাঁটাতার’ ছবিটিতে অভিনয়ও করছেন মৌসুমী। এতে মৌসুমীর সঙ্গে আরো অভিনয় করছেন আরেফিন শুভ ও বিদ্যা সিনহা মীম।
‘কাঁটাতার’ ছবির আগেও বেশ কয়েকটি চলচ্চিত্রে নিজের কণ্ঠে গান গেয়েছেন মৌসুমী। সেই ধারাবাহিকতায় ফের চলচ্চিত্রে প্লেব্যাক করলেন। বর্তমানে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে।
মৌসুমী বলেন, “গুন গুন করে গান গাওয়ার অভ্যাস ছোটবেলা থেকেই। তাই গানের চর্চা সব সময়ই করি। এর মধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রেও প্লেব্যাক করেছি। এবার মোস্তফা কামাল রাজের অনুরোধে নতুন ছবিতে গাইলাম। এখন শ্রোতারা শুনে আনন্দ পেলে ভালো লাগবে।”
গান গাওয়ার পাশাপাশি গান লিখেন মৌসুমী। তার লেখা ‘মন যা বলে বলুক’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই গানটি মোস্তফা কামাল রাজের ‘ছায়াছবি’তেও ব্যবহার করা হয়।