বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » জবিতে ‘চেতনায় চিরঞ্জীব বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন

জবিতে ‘চেতনায় চিরঞ্জীব বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন 

161851kalerkantho_jpg

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের প্রকাশনা ‘চেতনায় চিরঞ্জীব বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল কর্তৃক মুজিব জন্মশতবার্ষিকীর প্রকাশনা ২০২০-২১ ‘চেতনায় চিরঞ্জীব বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, সাধারণ সম্পাদক ড. মোস্তফা কামাল এবং অন্যান্য সদস্যবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচনে বিষয়ে নীলদলের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জবি নীলদল থেকে বইটি প্রকাশিত হয়েছে। আমরা প্রতিবছর দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস নিয়ে গবেষণাধর্মী প্রকাশনা বের করার উদ্যোগ নিয়েছি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone