টি-টোয়েন্টিতে শীর্ষস্থান হারালেন সাকিব, উন্নতি নাসুম-মোস্তাফিজের
হালনাগাদকৃত আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে নিজের শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান। তিনি আফগানিস্তানের মোহাম্মদ নবীর কাছে তার শীর্ষস্থান হারিয়ে নেমে গেছেন দুইয়ে।
তবে বোলারদের র্যাংকিংয়ে উন্নতি ঘটেছে মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদের। আর সেরা দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।
বোলিং র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে আট নম্বরে চলে এসেছেন ‘দ্য ফিজ’। আর বোলিং তালিকায় সাকিব আছেন নয়ে।তবে টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে চোখে পড়ার মতো উন্নতি হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। তিনি ২৫ ধাপ এগিয়ে চলে এসেছেন ১৫ নম্বরে।
অলরাউন্ডার র্যাংকিংয়ে সাকিব হারিয়েছেন মূল্যবান ১৬ রেটিং পয়েন্ট। ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে টাইগার তারকা নেমে গেছেন দুইয়ে। শীর্ষে উঠে যাওয়া আফগান অলরাউন্ডার নবীর সংগ্রহ সাকিবের চেয়ে দশ পয়েন্ট বেশি, ২৮৫। এই র্যাংকিংয়ে দশ নম্বরে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।