নোংরা মন্তব্যকে পাত্তা দেন না প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক : টুইটারসহ সামাজিক যোগাযোগের সাইটগুলোকে ভালোবাসা ছড়িয়ে দেয়ার মাধ্যম হিসেবে বিবেচনা করেন প্রিয়াঙ্কা চোপড়া। আর এতে কেউ কোনো খারাপ মন্তব্য করলে তাতে পাত্তা দেন না বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।
সম্প্রতি প্রিয়াঙ্কা টুইটারে লিখেন, অনেকেই সোশাল মিডিয়ার সাইটগুলো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেন। আশেপাশের লোকগুলোকে নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করেন তারা। আর অনলাইনে এসব নোংরা মন্তব্যকে পাত্তা দেন না তিনি।
ভক্তদের প্রতিও প্রিয়াঙ্কা আহ্বান- তারা যেন এসব নোংরা মন্তব্যকে এড়িয়ে চলেন। প্রিয়াঙ্কা টুইটারে আরো লিখেছেন, কিছু মানুষ এটিকে খারাপ উদ্দেশ্য ব্যবহার করায় সোশাল মিডিয়াগুলো এখন অনেক বেশি ঝুকিপূর্ণ হয়ে ওঠেছে। তবে আগে পরিস্থিতি এমন খারাপ ছিল না। সূত্র: মিড ডে।