কেন স্যান্ডি সাহাকে সিঁদুর পরালেন যশ?
যশ দাশগুপ্তর জীবনে এখন এতো কাণ্ড ঘটছে যে তাঁকে নিয়ে আলোচনা থামছে না। সম্প্রতি প্রকাশ্যে এসেছেন যশ দাশগুপ্তর প্রাক্তন স্ত্রী, শ্বেতা সিং কালহানস। তার মাঝে এও জানা গেছে, যশই নুসরাত জাহানের সন্তানের বাবা। এই পর্যন্ত সব ঠিকই ছিল।
কিন্তু বিশ্বকর্মা পূজায় সিঁদুর মাথায় নুসরাতের ছবি ভাইরাল হতে, প্রশ্ন উঠছে তবে কি বিয়েটা সেরেছে ফেলেছেন ‘যশরত’? যশ-নুসরতের সম্পর্কের সমীকরণ নিয়ে যখন এতো প্রশ্ন তখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি ভিডিও। সেখানে যশকে সিঁদুর পরিয়ে দিতে দেখা গেছে একজনের সিঁথিতে। ব্যাস ফের সংবাদ শিরোনামে যশ।
কার মাথায় সিঁদুর পরিয়েছেন যশ? ইউটিউবার স্যান্ডি সাহা। যিনি বরাবর যশের প্রতি নিজের ভালোবাসার কথা জাহির করেন। শনিবার সোশ্যাল মিডিয়ায় যশের হাতে সিঁদুর পরার ভিডিও পোস্ট করে স্যান্ডি লেখেন, ‘আজ আমার হিন্দু মতে বিয়ে হলো, আজ থেকে আমি ইয়াশ পত্নী ইয়াশিকা…অবশেষে তার প্রেমের রং আমার সিঁথিতে রাঙিয়ে দিয়ে আমাকে ইয়াশিকা করে রাখলো’।
পরদিনই যশের সঙ্গে আরও একটি ছবি পোস্ট করেন স্যান্ডি। সেখানে তাঁর বেবি বাম্প স্পষ্ট দেখা যাচ্ছে। যদিও পুরোটাই নেহাত মজার ছলে করেছেন এই কনটেন্ট ক্রিয়েটার।
এখানেই থেমে নেই স্যান্ডি। সোমবার যশ ও নুসরাতের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি জানালেন, ‘দুই সতীনের সংসার’ ঠিক কেমন। ছবিতে যশরতের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে স্যান্ডিকে। যিনি নিজেকে ইয়াশিকা বলেও পরিচয় দেন। এই ছবি হু হু করে ভাইরাল সোশ্যালে। কমেন্ট বক্সে স্যান্ডির মন্তব্য, ‘তাকে (পড়ুন যশকে) পেতে গেলে যদি সতীন নিয়েও সংসার করতে হয় ,তাতেও রাজী।’