আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত বিএনপি : হাছান মাহমুদ
এইদেশ এইসময়, ঢাকা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ আবারো বিএনপির সঙ্গে আল-কায়েদার সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, বিএনপির নেতৃত্বে ১৯ দলীয় জোট বলা হয়। আসলে হবে ২০ দলীয় জোট। আরেকটি দল হচ্ছে আল কায়েদা। তারা দেশের বাইরে থেকে এই জোটকে দিক-নির্দেশনা দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির বীর উত্তম খাজা নাজিম উদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ অভিযোগ করে বলেন, বেগম জিয়া রাজবাড়ীর জনসভায় বাংলাদেশে জঙ্গীদের কোন স্থান নেই কথাটা বলেছেন। অথচ সভামঞ্চে ১৯দলীয় জোটের অনেক জঙ্গী নেতাদের পাশে নিয়ে বসেছিলেন তিনি। তার বক্তব্য শুনে মনে হচ্ছে ‘ভুতের মুখে রাম নাম’।
তিনি হুশিয়ার করে বলেন, বেগম জিয়া উপজেলা নির্বাচনের পর যে আন্দোলনের হুমকি দিচ্ছে তা মূলত জঙ্গীদের সঙ্গে নিয়ে। দেশকে আর কোন ভাবেই অস্থিতিশীল করতে দেওয়া হবে না।
কৃষক লীগের কোষাধ্যক্ষ নাজির মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা ফারুক, দিলারা জামান, ড্যানি সিডাক, সাম্যবাদী নেতা হারুন চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।