যে কারণে ‘কপিল শর্মা শো’ এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে
ফের বিতর্কে দ্যা কপিল শর্মা শো। আদালতের দৃশ্যে দেখানো হয়েছে অভিনেতার মদ্যপান। আর সেকারণেই আদলত অবমাননার অভিযোগ এই কমেডি শো এর বিরুদ্ধে। আর এর জেরেই দায়ের করা হয়েছে এফআইআর।
ভারতের মধ্যপ্রদেশের শিবপুরীর জেলা আদলতে এই এফআইআর দায়ের করেছেন আইনজীবী সুরেশ ধাকড়। তার দাবি, ”দ্যা কপিল শর্মা শো তে আদালতের দৃশ্যে মদ্যপান করতে দেখা গেছে। এপ্রিলের ২১ তারিখে এই পর্বটি সম্প্রচারিত হয়েছে। এ বিষয় বন্ধ হওয়া উচিত। আদালতের দৃশ্যে এধরনের কর্মকাণ্ড গর্হিত অপরাধ। শো এর নির্মাতারা চাইলে পুরোপুরি কাল্পনিক বলেও সতর্কীকরণ দিতে পারত। কিন্তু সেটাও করা হয়নি। এই শো এ নারীদের নিয়েও আপত্তিকর মন্তব্যও করা হয়। ”
মামলাটির শুনানি হবে আগামী ১ অক্টোবর। দ্যা কপিল শর্মা শোতে কপিল ছাড়াও দেখা যাচ্ছে ভারতী সিং, অর্চনা পুরাণ সিং, সুমনা চক্রবর্তী, কিক্কু শারদাকে। ২০১৬ সালে প্রথম টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছিল দ্যা কপিল শর্মা শো। তারপর বছর খানেকের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায় এই শো।