মিয়ানমারে শেখ হাসিনা-সুচি বৈঠক
ডেস্ক নিউজ : মিয়ানমারের গণতন্ত্রপন্থী এবং বিরোধী দলীয় নেত্রী অঙ সান সু চির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সু চির সংসদীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে সু চির দল ন্যাশনাল লিগ অব ডেমেক্রেসির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয় দুইজনের মধ্যে।
এদিকে সু চির সঙ্গে বৈঠকের আগে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।
সোমবার বিকেলে মিয়ানমারের প্রেসিডেন্ট প্যালেসে থেইন সেইনের সঙ্গে এ বৈঠক করেন শেখ হাসিনা।
মিয়ানমারের পার্লামেন্টের স্পিকারের সঙ্গেও শেখ হাসিনার বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থার অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।
বিমসটেকের (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক কো-অপারেশন) তৃতীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সরকারি সফরে সোমবার সকালে মিয়ানমার পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশটির রাজধানী নেইপিডোতে অবস্থিত মিয়ানমার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার বিমসটেকের সম্মেলন অনুষ্ঠিত হবে।