হুয়াওয়ে বসের মুক্তির পর দুই কানাডিয়ানকে ছেড়ে দিল চীন
কানাডার দুই নাগরিককে আটককেন্দ্র থেকে মুক্তি দিয়েছে চীন। এরই মধ্যে তারা চীন থেকে কানাডায় যাচ্ছেন বলে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনের আটককেন্দ্রে ছিলেন মাইকেল স্পাভর এবং মাইকেল কভরিগ। গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৮ সালে তাদের আটক করা হয়েছিল।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের ওয়ারেন্টের ভিত্তিতে কানাডার পুলিশ চীনা প্রযুক্তি কর্মকর্তাকে আটকের স্বল্প সময়ের মধ্যে চীনে কানাডিয়ান দুই নাগরিক আটক হন। হুয়াওয়ে কর্মকর্তা মেং ওয়ানঝৌ স্থানীয় সময় আজ সকালে কানাডা ছেড়ে গেছেন। মার্কিন প্রসিকিউটরদের সাথে একটি চুক্তির পর আজ সকালে কানাডা ত্যাগ করেছেন তিনি।
তাদের তিনজনকে আটকের ঘটনায় কূটনৈতিক টানাপড়েন চলছিল। সমালোচকরা বলছেন, কানাডায় চীনা কর্মকর্তা আটকের জেরে উদ্দেশ্যমূলকভাবে কানাডিয়ান দুই নাগরিককে চীনে আটকে রাখা হয়েছিল।
জাস্টিন ট্রুডো বলেছেন, চীনে আটক থাকা কানাডার দুই নাগরিক অবিশ্বাস্যভাবে কঠিন পরীক্ষায় ছিলেন।