ইপিএলে অভিষেক হলো তামিমের
বিতর্ক থামাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তারপর এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) অংশ নিতে পাড়ি জমিয়েছেন নেপালে। আজ রবিবার ইপিএলে অভিষেক হয়ে গেল দেশসেরা ওপেনার তামিম ইকবালের। তার দল ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্স টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে।
বাংলাদেশের বাঁহাতি তারকাকে একাদশে না রাখার কোনো কারণই ছিল না। নেপালের কীর্তিপুরে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে তামিমদের প্রতিপক্ষ পোখরা রাইনোজ। তামিমের আসল ভূমিকা, অর্থাৎ তার ব্যাটিং দেখার জন্য সবাই মুখিয়ে আছে। অনেকদিন ধরেই হাঁটুর চোটে ভূগছিলেন তামিম। নেপালের লিগে খেলাও তার পুনর্বাসন প্রক্রিয়ার অংশ।
এই চোটের কারণে দেশের হয়ে সর্বশেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তামিম। এ কারণে তাকে বিশ্বকাপ দলে রাখা ঠিক হবে কিনা- তা নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে আলোচনা শুরু হয়। নিজেকে বিতর্কের বাইরে রাখতে বিশ্বকাপ দল থেকে নাম প্রত্যাহার করে নেন তামিম।