অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকেই মেসিকে অভিনন্দন জানালেন পেলে
দেরি হয়ে থাকলে দুঃখিত লিও। তবে তোমাকে অভিনন্দন জানানোর সুযোগটা আমি হারাতে চাই না, এ মাসেই শুরুতেই যে আরেকটি রেকর্ড ভেঙেছ তার জন্য’- শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলের পোস্ট। বুঝতে বাকি থাকার কথা না, ফুটবলের জীবন্ত কিংবদন্তি কোন রেকর্ডের কথা বলছেন।
আর্জেন্টিনার হয়ে সর্বশেষ ম্যাচে গোলসংখ্যায় পেলেকে ছাড়িয়ে গেছেন মেসি। ব্রাজিলের হয়ে পেলের গোলসংখ্যা ৭৭, আর আর্জেন্টিনার হয়ে মেসির গোলসংখ্যা ৭৯। রেকর্ড ভাঙার পর অসুস্থতার মধ্যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানালেও শনিবার সেই অভিনন্দনটাই পৌঁছে দিয়েছেন পেলে অন্তর্জালে।
(পেলের পোস্ট)
পেলে এখনো হাসপাতালেই, তবে অস্ত্রোপচারের পর অনেকটাই সুস্থ। এদিকে মেসি হাঁটুর চোটে টানা দুই ম্যাচ মাঠের বাইরে, শঙ্কা তৈরি হয়েছে চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়েও।