পশ্চিম তীরে ইসরায়েলের গুলি, চার ফিলিস্তিনি নিহত
অধিকৃত পশ্চিম তীরে চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ হেলিল এ তথ্য নিশ্চিত করেছেন। আজ রবিবার সকালে পশ্চিম তীরের জেনিন শহরে আন্দোলনরত ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, আহমদ জাহরান, মাহমুদ হামিদান, জাকারিয়া বাদওয়ান। নিহত কয়েকজনের লাশ নিয়ে গেছে ইসরায়েলি সেনাবাহিনী।
গতকাল শনিবার মধ্যরাত থেকে রবিবার সকাল পর্যন্ত পশ্চিম জেনিনের বোরকিন নামে একটি গ্রামে ওই সংঘাতের ঘটনা ঘটে। এ সময় ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন ফিলিস্তিনি গুলিবিদ্ধসহ গুরুতর আহত হন।