টানা তিন হার; কী হলো আইপিএলের সফলতম দলের?
আইপিএলের স্থগিত আসর শুরুর পর টানা তিন পরাজয়! যে দলটির বিপক্ষে মাঠে নামার আগে বাকিরা অনেক হিসাব-নিকাশ করে, সেই মুম্বাই ইন্ডিয়ান্সের কিনা এই হাল! ক্রিকেটজীবনে এরকম সঙ্কটে হয়তো কোনোদিন পড়েননি মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। গতকাল রবিবার তার দল ৫৪ রানের বড় ব্যবধানে হেরে গেছে ব্যাঙ্গালোরের কাছে। এজন্য আবারও দলের ব্যাটসম্যানদের দোষ দিয়েছেন রোহিত।
রবিবার ম্যাচের পর রোহিত বলেছেন, ‘একসময় মনে হচ্ছিল, ব্যাঙ্গালোর ১৮০ তুলে ফেলতে পারে। কিন্তু বোলাররা ভালো বল করে ওদের কম রানে আটকে রেখেছে। ব্যাটসম্যানরাই আমাদের হারিয়ে দিয়েছে। ওপেনিংয়ে আমরা ধারাবাহিকভাবে ভালো রান তোলার চেষ্টা করছি। কিন্তু বাকি ব্যাটসম্যানদের এখন থেকে আরও দায়িত্ব নিতে হবে। আমি নিজেও একটা বাজে শট খেলে আউট হয়েছি। তখনই ম্যাচের মোড় ঘুরে যায়। এখান থেকে ঘুরে দাঁড়াতেই হবে।’
উল্লেখ্য, ২৮ বলে ৫ চার ১ ছক্কায় ৪৩ রান করা রোহিত ম্যাক্সওয়েলের বলে ক্যাচ তুলে দিয়ে ফিরেন। চলতি আইপিএলে একেবারেই ছন্দে নেই ঈশান কিশান। কিন্তু শ্রীলঙ্কা বা তার আগে ইংল্যান্ড সিরিজে তিনি ভালোই খেলেছিলেন। তবে এই তরুণ ব্যাটসম্যানের পাশে দাঁড়িয়ে রোহিত বলেছেন, ‘কিশান প্রতিভাবান ক্রিকেটার। দলের পক্ষ থেকে ওকে আমাদের সমর্থন দিয়ে যেতে হবে। গতবারের আইপিএলে সে দুর্দান্ত পারফর্ম করেছিল। তাই এবারও কিশানকে সুযোগ দিয়েছি।’