বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Thursday, November 14, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » অবশেষে এসএসসি-এইচএসসির চূড়ান্ত সময়সূচি প্রকাশ

অবশেষে এসএসসি-এইচএসসির চূড়ান্ত সময়সূচি প্রকাশ 

120243cop_kalerkantho_pic

চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করেছে সরকার। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষার সূচি চূড়ান্ত করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) তা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় পিছিয়ে যায় এই পাবলিক পরীক্ষা। তবে সম্প্রতি স্কুল-কলেজ খুলে দিয়েছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কদিনের মধ্যেই সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সূচির বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, কভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এ ক্ষেত্রে এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব খালেদা আক্তার স্বাক্ষরিত এই সময়সূচিতে বলা হয়, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।

সময়সূচি দেখতে ক্লিক করুন এসএসসি পরীক্ষার সময়সূচি এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone