বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ৩ অক্টোবর বিশ্বকাপ খেলতে উড়াল দেবে টিম টাইগার

৩ অক্টোবর বিশ্বকাপ খেলতে উড়াল দেবে টিম টাইগার 

165527team

আর মাত্র পাঁচদিন। এরপরেই টাইগাররা উড়াল দেবে বিশ্বকাপ খেলতে। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন সিরিজ খেলে বেশ কয়েকদিন ছুটিতে ছিলেন ক্রিকেটাররা। তাদের সেই ছুটি শেষ হতে যাচ্ছে। আগামী ২ অক্টোবর সবার করোনা টেস্ট করানো হবে। সেদিন থেকেই দল ঢুকে যাবে হোম কোয়ারেন্টিনে। পরের দিন ৩ অক্টোবর দিবাগত রাত ১:০০টায় ওমানের রাজধানী মাসকটের উদ্দেশ্যে উড়াল দেবে টিম টাইগার।

৪ তারিখ মাসকটে পৌঁছে কোয়ারেন্টিনে থাকতে হবে। পরদিন থেকে শুরু হবে অনুশীলন। ৮ তারিখ পর্যন্ত এই অনুশীলন চলবে। ৯ অক্টোবর দল যাত্রা করবে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে। পরদিন কোয়ারেন্টিন শেষে ১১ অক্টোবর আরও একদিন অনুশীলন করার সুযোগ পাবে টাইগাররা। ‌১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ হবে আবুধাবি ক্রিকেট গ্রাউন্ডে। পরদিন অনুশীলন। ১৪ আতরিখে আয়ারল্যান্ডের বিপক্ষে হবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।

দুটি প্রস্তুতি ম্যাচ শেষ করে ১৫ অক্টোবর আসল মঞ্চে পা রাখতে ওমানে রওনা হবে টিম টাইগার। একদিন অনুশীলন করে ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ যাত্রা। কোয়ালিফাইং রাউন্ডে টাইগারদের দ্বিতীয় ম্যাচ ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে। দুটি ম্যাচ শুর হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ২১ অক্টোবর দুপুর দুইটায় শেষ কোয়ালিফাইং ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। ম্যাচগুলো জিতলেই বাংলাদেশ চলে যাবে বিশ্বকাপের মূলপর্বে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone