আজ বাংলাদেশের মান বাঁচানোর লড়াই
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার সঙ্গে হোম সিরিজ থেকে রাহুর দশা পেয়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট দলকে। টানা পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল। তারই ধারাবাহিকতা বজায় রয়েছে এশিয়া কাপেও। এশিয়া কাপে আন্ডার ডগ হিসেবে বিবেচিত আফগানিস্তানের কাছে পরাজয় এ প্রশ্নকে আরো বড় করে তুলেছে। গত এশিয়া কাপের রানার্স আপ বাংলাদেশ এবার মোটেও সুবিধা করতে পারছে না। তাই হতাশ এ দেশের হাজার হাজার ক্রিকেট প্রেমী।
তাই পাকিস্তানের সঙ্গে আজকের ম্যাচকে অনেকে মান বাঁচানোর লড়াই হিসেবে দেখছেন।
আজ দুপুর ২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
Posted in: খেলা