বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » উ. কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, বলছে দ. কোরিয়া

উ. কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, বলছে দ. কোরিয়া 

125336nort

উত্তর কোরিয়া আবারো স্বল্প পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাটি ঘটেছে।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত জাতিসংঘে বলেছেন, পিয়ংইয়ংয়ের নিজের আত্মরক্ষার্থর জন্য এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর অধিকার রয়েছে। এটা কেউ প্রত্যাখ্যান করতে পারে না।

দিন কয়েক আগেও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিল উত্তর কোরিয়া। এরই মধ্যে এ ধরনের ঘটনা ঘটছে।

মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য এটা কোনো হুমকি নয় বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone