হেইডেন নন; পাকিস্তানের কোচ হচ্ছেন সাকলায়েন!
পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েই কোচ হিসেবে সাবেক অজি তারকা ম্যাথু হেইডেন এবং দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডারকে কোচ হিসেবে নিয়োগের কথা জানিয়েছিলেন রমিজ রাজা। কিন্তু এখন শোনা যাচ্ছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন দেশটির সাবেক স্পিন কিংবদন্তি সাকলায়েন মুশতাক।
গত বছর পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারে আন্তর্জাতিক খেলোয়াড়দের উন্নয়ন প্রকল্পের প্রধান হিসেবে সাকলায়েন মুশতাককে নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর মিসবাহ–উল–হক প্রধান কোচের দায়িত্ব ছাড়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে তাকে অন্তর্বর্তী কোচ করা হয়। কিন্তু নিরাপত্তা ইস্যুতে সেই সিরিজ বাতিল করে চলে যায় নিউজিল্যান্ড।
এবার ‘ক্রিকেট পাকিস্তান’ জানিয়েছে, সাকলায়েনকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে পিসিবি। এছাড়া হেইডেন ব্যাটিং পরামর্শক ও ফিল্যান্ডার বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন। ৬ অক্টোবর লাহোরে পা রাখবেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ফিল্যান্ডার। আর হেইডেন সরাসরি দুবাইয়ে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন।