বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » তাসকিনের অনুরোধে মিরপুরে এসে ক্লাস নিলেন মাশরাফি

তাসকিনের অনুরোধে মিরপুরে এসে ক্লাস নিলেন মাশরাফি 

162221mash

অবিসংবাদিতভাবে বাংলাদেশের সেরা পেসার ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তাকে দেখে অনুপ্রাণিত হয়েই বহু তরুণ এখন পেসার হতে চায়। তাসকিন, মুস্তাফিজরা সবাইকে যেন পথ দেখিয়েছেন মাশরাফি। অভিষেকের পর থেকেই অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজাকে পেয়েছিলেন তাসকিন আহমেদ। দুজনের মিল দেখে একসঙ্গে ‘ম্যাশকিন’ বলেও ডাকা হতো। এবার বিশ্বকাপে যাওয়ার আগে নিজের আইডলের থেকে টিপস নিলেন তাসকিন। kalerkantho

আজ বৃহস্পতিবার তাসকিনের অনুরোধে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে যান দেশের সফলতম অধিনায়ক মাশরাফি। এরপর তিনি তাসিকন, সৌম্যদের নিয়ে বেশ কিছুক্ষণ কাজ করেন। তাসকিন জানান, মাশরাফি তাকে বেশ কয়েকটি কৌশল শিখিয়েছেন, তবে বিশ্বকাপের আগে কেবল কাটার নিয়েই বিশেষভাবে কাজ করতে বলেছেন। হঠাৎ করে সবকিছু একসাথে শিখতে গেলে সবকিছু গড়বড় হয়ে যেতে পারে বলেও তাসকিনকে সতর্ক করেছেন সাবেক অধিনায়ক। kalerkantho

ক্লাস শেষে সাংবাদিকদের তাসকিন আহমেদ বলেন, ‘অনেকদিন ধরেই ভাইয়াকে বলছিলাম একটু সময় দেওয়ার জন্য। আমার পেস, সুইং এগুলোই আল্লাহর রহমতে উন্নতি হচ্ছে, তবে স্লোয়ারে একটু পিছিয়ে আছি। স্লোয়ারে আরও উন্নতি করতে চাই, এইজন্যই ভাইয়াকে সবসময় বলতাম। অন্যদের তুলনায় স্লোয়ারে একটু পিছিয়ে আমি, যেন উন্নতি হয় এইজন্যই ভাইয়া সময় দিলেন। আজ উনি কিছু গ্রিপ দেখালেন। বললেন যে একেক জনের অ্যাকশন একেক রকম হয়, তবুও একটু চেষ্টা করে দেখতে। আমার কাছে খুবই ভালো লেগেছে কিছু কাটারের গ্রিপ।’ kalerkantho

তাসকিন আরও বলেন, ‘মূলত দুই-তিনটা গ্রিপ দেখিয়েছেন। আমারটা থেকে একটু ভিন্ন। বললেন যে এতকিছু তো হঠাৎ করে শেখা যাবে না। আপাতত কাটার নিয়ে কাজ করতে বললেন যেহেতু সামনে অনেক খেলা। ভালো লাগলে এটা চালিয়ে যেতে বললেন। এটা যখন আয়ত্ত্বে আসবে, তারপরে আরেকটা করতে। যেহেতু সামনে খেলা, একসাথে এতকিছু শিখতে গেলে সমস্যা হতে পারে। তাই একটাতেই ফোকাস করতে বললেন। আশা করি, এগুলো নিয়ে কাজ করলে ভবিষ্যতে ভালো হবে। এসব নিয়েই ভাইয়ার সাথে একটা সেশন কাটল।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone