ভিশন ২০২১ বাস্তবায়নে বিমসটেক ভূমিকা রাখবে : প্রধানমন্ত্রী
এইদেশ এইসময়, ঢাকা : ‘ভিশন ২০২১’ বাস্তবায়নে বিমসটেক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার মিয়ানমারের রাজধানী নাইপিদোতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিমসটেকের তৃতীয় শীর্ষ সম্মেলনে তিনি এই আশার কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশকে ‘সোনার বাংলা’ হিসাবে গড়ে তোলার অভিযাত্রায় একটি পদক্ষেপ এই ‘ভিশন ২০২১’। এছাড়া আমাদের সবাইকে সাধারণ লক্ষ্যে পৌঁছে দেওয়ার সম্ভাবনা এই জোটের আছে বলেও আমি মনে করি।
আর এই সচিবালয় স্থাপনের জন্য বাংলাদেশের রাজধানী ঢাকাকে বেছে নেওয়ায় জোটভুক্ত দেশগুলোকে ধন্যবাদ জানান তিনি।
শেখ হাসিনা বলেন, এই সচিবালয় সব ক্ষেত্রে আমাদের সব ধরনের সহযোগিতা পাবে- এই নিশ্চয়তা আমি দিচ্ছি।
এর আগে নাইপিদোর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় শুরু হয় বিমসটেক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বাংলাদেশে বিমসটেক সচিবালয় স্থাপন, ভারতে বিমসটেক আবহাওয়া ও জলবায়ু কেন্দ্র স্থাপন এবং ভুটানে বিমসটেক সংস্কৃতি শিল্প কমিশন ও সংস্কৃতি শিল্প পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন বিষয়ে একটি সমঝোতা স্মারকে সই করেন জোটের পররাষ্ট্রমন্ত্রীরা।