দ্য ইউনিভার্স বসের আইপিএল ত্যাগের নেপথ্যে
সংযুক্ত আরব আমিরাতে জমজমাট হয়ে উঠেছে আইপিএলের স্থগিত আসর। এই আসর শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আন্তর্জাতিক আসরের আগে বিশ্রাম নিতে চান ক্রিস গেইল। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগের দিন গতকাল তিনি জৈব সুরক্ষা বলয় ত্যাগ করেন। কলকাতা ছাড়াও আরও দুটি ম্যাচ বাকি আছে পাঞ্জাব কিংসের। দলের পক্ষ থেকে টুইট এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পর আবার আইপিএলে সুরক্ষা বলয়ে থাকতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন গেইল। তিনি লেখেন, ‘সিপিএল তারপর আইপিএল। সুরক্ষা বলয়ের মধ্যে দীর্ঘদিন ধরে আছি। আইপিএল শেষ হলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। তাই আমি একটু বিরতি নিতে চাই। ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে নতুন করে তরতাজা হয়ে ফিরতে চাই। পাঞ্জাব কিংসকে ধন্যবাদ। আমার আর্জি মঞ্জুর করার জন্য। বাকি ম্যাচ গুলোর জন্য আমার শুভ কামনা রইল।’
১১ ম্যাচে আট পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে পাঞ্জাব। এখান থেকে প্লে অফের রাস্তা কঠিন হলেও অসম্ভব নয়। এ রকম অবস্থায় গেইলের মত তারকা ক্রিকেটারকে ছেড়ে দিলে সমস্যায় পড়তে পারেন লোকেশ রাহুলরা। তবে পাঞ্জাব কর্তৃপক্ষ গেইলকে বাধা দিচ্ছে না। কোচ অনিল কুম্বলে বলেন, ‘আমি তার বিপক্ষে খেলেছি। তাকে কোচিংও করিয়েছি। গেইল পেশাদার একজন ক্রিকেটার। সে দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য নিজেকে তরতাজা রাখতে চায়। দল তার সিদ্ধান্তকে সম্মান করে।’