বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Thursday, September 19, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » প্রিয় প্রতিপক্ষ বলে কিছু নেই : সৌম্য সরকার

প্রিয় প্রতিপক্ষ বলে কিছু নেই : সৌম্য সরকার 

172745sarker

জিম্বাবুয়ের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে দারুণ পারফর্ম করা সৌম্য সরকার দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিলেন একেবারেই নিষ্প্রভ। নিউজিল্যান্ডের বিপক্ষে তো বাদই পড়েন। মিরপুরের ব্যাটিং বধ্যভূমিতে অবশ্য সৌম্যর মতো মারকুটে ব্যাটসম্যানের বিচার করা ঠিক নয়। নির্বাচকেরা সেই বিচার করেনওনি। তাই সৌম্য যাচ্ছেন বিশ্বকাপে। আরব আমিরাতের স্পোর্টিং উইকেটে সৌম্যর ব্যাটের ঝলকানি দেখতে চায় সবাই। আর সৌম্য শোনালেন, তার কাছে সব প্রতিপক্ষই সমান।

অনেকেই বলেছেন, মিরপুরে দুটি সিরিজ জিতে বিশ্বকাপের প্রস্তুতির কিছুই হয়নি। কারণ ভয়ানক উইকেট। ঘরের মাঠে স্পিনস্বর্গে খেললেও বিশ্বকাপের স্পোর্টিং উইকেটে দল মানিয়ে নিতে পারবে বলে আশাবাদী সৌম্য। আজ মিরপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই ড্যাশিং ওপেনার বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট স্পোর্টিং উইকেটে হয়। আশা করি সবাই ওখানে মানিয়ে নিতে পারবে। আমরা জয়ের ধারায় আছি। একটা আত্মবিশ্বাস আছে। ভালো কিছুর আশা নিয়েই যাব।’

বাছাইপর্বে ওমান, পাপুয়া নিউগিনি আর স্কটল্যান্ডের মতো দলকে উড়িয়ে দ্বিতীয় পর্বে যেতে পারলে টাইগারদের প্রতিপক্ষ হবে বড় দলগুলো। বিশ্বকাপে ছোট-বড় সব দলকেই একইভাবে দেখা সৌম্য জানালেন, তার প্রিয় প্রতিপক্ষ বলে কিছু নেই, ‘প্রিয় প্রতিপক্ষ বলে কেউ নেই। সবার সাথেই ভালো করতে হবে। আলাদা কোনো কিছু নেই। মাঠে সব প্রতিপক্ষই সমান। ১০ নম্বর দলের বিপক্ষে যে মনোযোগ নিয়ে খেলা উচিৎ, ১ নম্বর দলের বিপক্ষেও একই মনোযোগ নিয়ে খেলা উচিৎ। সবাইকে সমান চোখে দেখলে ভালো হয়। সব দল সমান। আলাদা কিছু না ভেবে নিজের সেরাটা দিতে হবে।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone