প্রিমিয়ার লিগের ম্যাচে আজ মাঠে নামছে রোনালদোর ম্যানইউ
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে বিকেলে মাঠে নামছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে রেড ডেভিলসদের প্রতিপক্ষ এভারটান। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
লিগে দুদলের অবস্থা একই রকম। দুদলই ৬টি ম্যাচ খেলে ৪টি জিতেছে, একটি হেরেছে ও বাকিটি ড্র করেছে। ১৩ পয়েন্ট নিয়ে ম্যানইউ রয়েছে পয়েন্ট তালিকার চারে। অন্যদিকে, গোল ব্যবধানে পিছিয়ে থেকে পয়েন্ট তালিকার পাঁচে রয়েছে এভারটন।
পৃথক পৃথম ম্যাচে মাঠে নামছে চেলসি ও আর্সেনালও। ঘরের মাঠে চেলসি খেলবে সাউদাম্পটনের বিপক্ষে। অন্যদিকে, ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের মাঠে খেলবে আর্সেনাল।
Posted in: খেলা