বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » প্রযুক্তি » ফাঁস হয়ে যাচ্ছে ফেসবুকে দেয়া ব্যক্তিগত তথ্য!

ফাঁস হয়ে যাচ্ছে ফেসবুকে দেয়া ব্যক্তিগত তথ্য! 

fb-messages

অনলাইন ডেস্ক : ফেসবুকে অনেক সময় নানা গেম এবং অ্যাপস ব্যবহার করা হয় মজা করার জন্য এবং অন্যকে অনুরোধ করা হয় এটা ব্যবহারের জন্য। এসব অ্যাপস ব্যবহার করার সময়, ব্যবহারীর প্রোফাইল এবং ব্যক্তিগত তথ্য দেখার অনুমতি দেয়া হয়। অনুমতি নিয়েই এসব অ্যাপস ব্যবহারকারীর প্রোফাইল থেকে তথ্য সংগ্রহ করে বিভিন্ন মজার তথ্য দেয়।

কিন্তু কিছু কিছু চক্র আছে যারা এই সব অ্যাপস এর মাধ্যমে প্রোফাইলে প্রবেশ করে সকল তথ্য সংগ্রহ করে বিভিন্ন বিজ্ঞাপনি সংস্থার কাছে বিক্রয় করে। যা ব্যবহারকারীর জন্য বিব্রতকর। বিশেষ করে তারকাখ্যাত এবং গণ্যমান্য ব্যক্তিদের জন্য এটা বেশি হয়ে থাকে। এক কথায় বলতে গেলে এটা হতে পারে হ্যকারদের পাতা ফাঁদ!

ফেসবুকে ‘কে আপনাকে পছন্দ করে?’ ‘কে আপনাকে ভালোবাসে?’ এই রকম অনেক অ্যাপস আছে যা আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য আপনার প্রোফাইলে প্রবেশের অনুমতি চায় এবং আপনিও অনুমতি দেন। ওই অ্যাপস, আপনি যে ব্যক্তির সাথে সব থেকে বেশি চ্যাট করেছেন কিংবা যার প্রোফাইলে আপনি বেশি নজরদারি, লাইক বা কমেন্টস করেন তাদের সাথে আপনাকে লিংক করে দেয়। অর্থাৎ এই অ্যাপস আপনার ব্যক্তিগত ইনফরমেশনে প্রবেশ করে।

তবে কেউ চায় না তার ব্যক্তিগত তথ্য অন্য কেউ জানুক। অতএব কিভাবে আপনি এসব অ্যাপস নিয়ন্ত্রণ করবেন এবং ব্লক করবেন সে বিষয়ে কিছু তথ্য দেওয়া হলো।

প্রথমে ফেসবুক অ্যাকাউন্টের সেটিং অপশনে যান।

এরপর অ্যাপস অংশে ক্লিক করুন এবং শো অল অ্যাপস-এ ক্লিক করুন। এখানে আপনি যে যে অ্যাপস ব্যবহার করেছেন সেগুলো দেখতে পাবেন।

লক্ষ্য করলে দেখবেন, প্রত্যেকটি অ্যাপস এর ডানদিকে এডিট এবং একটি ক্রস চিহ্ন রয়েছে। এখান থেকে অ্যাপসটি ডিলেট অথবা এডিট করতে পারবেন। আপনি যদি এডিট করতে চান তাহলে এডিট এ ক্লিক করলে দেখতে পাবেন ওই নির্দিষ্ট অ্যাপস আপনার কী ধরণের ব্যক্তিগত তথ্যে প্রবেশ করতে পারে। অর্থাৎ এই অ্যাপস শুধুই লাইক বা ইন্টারেস্ট বিষয়ক তথ্য নিচ্ছে নাকি আপনার বেসিক ইনফরমেশান ও আপনার ব্যবহৃত ই-মেইল এড্রেস সংগ্রহ করছে সেটা দেখতে পারবে।

বেসিক ইনফরমেশন সংগ্রহ করা মানে আপনার সকল বিষয়ে এই অ্যাপস প্রবেশের অনুমুতি পেয়েছে। অর্থাৎ আপনার ফেসবুকের ব্যক্তিগত তথ্য, চ্যাট, ফোন নম্বরসহ বিভিন্ন বিষয়ে প্রবেশ করতে পারে। এমন কোনো অ্যাপস যদি আপনার ফেসবুকে থাকে তাহলে রিমুভ অ্যাপ অংশে ক্লিক করে সেই অ্যাপসটি ডিলেট করাই ভালো।

আপনি যদি মনে করেন যে এই অ্যাপস আপনার কোনো সমস্যা তৈরি করছে না এবং আপনি ব্যবহার করতে চান তবে তা সেভাবেই রেখে দিন।

এই পদক্ষেপগুলো অনুসরণ করলে আশা করি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তার পাশাপাশি ব্যক্তিগত তথ্যও নিরাপদে থাকবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone