বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » শাকিবের শুটিং সেটের ছবি দেখে বিস্মিত জিনাত হাকিম

শাকিবের শুটিং সেটের ছবি দেখে বিস্মিত জিনাত হাকিম 

135549dddd

গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবন উপজীব্য করে নির্মিত হচ্ছে ‘গলুই’ সিনেমা। ২০২০-২১ মেয়াদে সরকারি অনুদানের এ সিনেমায় অভিনয় করবেন নায়ক  শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন এস এ হক অলিক।

ছবিটির টানা শুটিং চলছে টাঙ্গাইলের যমুনা নদীতে তৎসংলগ্ন এলাকায়। শুটিং দেখতে গ্রামবাসীর ঢল নেমেছে যমুনার তীরবর্তী এলাকায়। শুটিংয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। তারই একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা আজিজুল হাকিমের স্ত্রী নাট্য রচয়িতা ও নাট্য পরিচালক জিনাত হাকিম।

ছবিতে দেখা যাচ্ছে, শট দিয়ে এসে শাকিব খান মনোযোগ দিয়ে স্ক্রিনে দেখছেন। অজান্তেই একটি হাত চলে গেছে পরিচালকের ঘাড়ে। এই অন্তরঙ্গতা মুগ্ধ করেছে জিনাত হাকিমকে। তিনি ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

লিখেছেন, ‘ছবিটি দেখে অভিভূত! পরিচালকের প্রতি একজন  শীর্ষ জনপ্রিয় অভিনেতার আস্থা ও শ্রদ্ধাবোধের  প্রকাশ কতটুকু গভীর ও সুন্দর হতে পারে তা এই ছবিটিই বলছে।’

জিনাত হাকিম বলেন,  ‘গলুই’ নামের চলচ্চিত্রের শুটিং স্পটের এই ছবিটি দেখে মনে হলো এসব ছবি ‘ঘটনা’ ‘বিশেষ খবর’  বা ‘ভাইরাল’ হয় না। আমরা এমন কিছুই ভাইরাল  করি, যা আমাদের ভাবমূর্তি নষ্ট করে। অথচ সুন্দর  ইঙ্গিতপূর্ণ কিছু, যা ভালো কোনো উন্নত ধারা তৈরি করতে পারে তাকে উপলব্ধি করি না!

শাকিবের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘গলুই’ চলচ্চিত্রটি  যে মমতা আর ভালোবাসা নিয়ে নির্মিত হচ্ছে, তার সাক্ষ‍্যও এই অসাধারণ ছবিটি। শাকিব খান দীর্ঘ সময় চলচ্চিত্রের একক অধিপতি (নায়ক) হয়েই বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করছেন- এটা স্বীকার করতেই হয়। দর্শকের ভালোবাসা তাঁকে চলচ্চিত্রে অপরিহার্য করে দীর্ঘকাল শীর্ষ অবস্থানেই রেখেছে। অনেক নায়িকার সঙ্গে সহশিল্পী হিসেবে এই নায়ক সমান জনপ্রিয়তা নিয়ে চলচ্চিত্রাঙ্গনে এক বিস্ময় সৃষ্টি  করে চলেছেন। শাবনুর থেকে পূজা চেরি! জয়তু শাকিব খান!

শুভ কামনা জানিয়ে লিখেছেন,  ‘শুভ কামনা- গুণী মেধাবী পরিশ্রমী পরিচালক এস এ হক অলিক। ‘গলুই’ দেখবার প্রত‍্যাশায় থাকলাম। অভিবাদন পরিচালক এস এ হক অলিক –  শাকিব খানের  যুগল অর্থবহ চমৎকার এই  ছবিটির জন‍্য।’

ছবিটিতে শাকিব খান, পূজা চেরি ছাড়া আজিজুল হাকিমও অভিনয় করছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone